Budget 2023: শিশুদের টিউশন ফি আয়কর আইনের ৮০সি ধারা থেকে আলাদা বিধানে স্থানান্তরের দাবি মধ্যবিত্ত শ্রেণির

author-image
Harmeet
New Update
Budget 2023: শিশুদের টিউশন ফি আয়কর আইনের ৮০সি ধারা থেকে আলাদা বিধানে স্থানান্তরের দাবি মধ্যবিত্ত শ্রেণির

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগামী ১ ফেব্রুয়ারি লোকসভায় ২০২৩-২৪ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এর আগে মধ্যবিত্ত শ্রেণি অনেক কিছু দাবি করেছে সরকারের কাছে। মধ্যবিত্ত শ্রেণি শিশুদের টিউশন ফি আয়কর আইনের ৮০সি ধারা থেকে আলাদা বিধানে স্থানান্তরের দাবি করছে। বিধানটি ইতিমধ্যে বিনিয়োগ / ব্যয় সহ অনেকগুলো জিনিসের সঙ্গে সম্পৃক্ত এবং এর সীমা ১.৫ লক্ষ টাকা।