নিজস্ব সংবাদদাতাঃ এবারের কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্ত শ্রেণী কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের উপর জোর দেওয়ার আহ্বান জানাচ্ছে। সূত্রে খবর, মহামারীর কারণে উল্লেখযোগ্য কর্মসংস্থান হ্রাসের ফলে অনেক মধ্যবিত্ত পরিবার এখন জীবিকা নির্বাহের জন্য লড়াই করছে। মধ্যবিত্তদের জীবিকা নির্বাহের সুযোগ দিতে হলে সরকারকে অবশ্যই উৎপাদন, প্রযুক্তি ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ শিল্পে কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ নিতে হবে। ফলে এবারের কেন্দ্রীয় বাজেটের ওপর তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত শ্রেণী।