Union Budget 2023: ‘আমিও মধ্যবিত্ত, বুঝি তাদের জ্বালা’, বাজেটের আগে নির্মলার কীসের ইঙ্গিত?

author-image
Harmeet
New Update
Union Budget 2023:  ‘আমিও মধ্যবিত্ত, বুঝি তাদের জ্বালা’, বাজেটের আগে নির্মলার কীসের ইঙ্গিত?

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগামী ১ ফেব্রুয়ারি লোকসভায় ২০২৩-২৪ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। মধ্যবিত্ত করদাতাদের নিয়ে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, "তিনি নিজেই মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্গত এবং একটি মধ্যবিত্ত পরিবার কতটা চাপের মধ্যে দিয়ে যায় তা বুঝতে পারেন।" তিনি আরও বলেন, 'মোদি সরকার মধ্যবিত্তদের ওপর নতুন করে কোনো কর আরোপ করেনি। সীতারামন সম্ভবত ইঙ্গিত দিয়েছেন যে এই বছর কর কাঠামোর পরিবর্তনের সম্ভাবনা নেই।' তিনি বলেছেন, মধ্যবিত্তের জীবনযাপন আরও সহজ করে তোলার জন্য সরকার দেশের ২৭টি শহরে মেট্রো রেল নেটওয়ার্ক গড়ে তুলেছে। পাশাপাশি ১০০ টি স্মার্ট সিটি তৈরি করেছে। দেশে মধ্যবিত্তের জনসংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় সরকার তাঁদের জন্য আরও কিছু করতে পারে এই আশ্বাস দিয়েছেন নির্মলা। তিনি বলেছেন, “আমি তাঁদের সমস্যা বুঝতে পারি। সরকার তাঁদের জন্য অনেক কিছু করেছে এবং করতে থাকবে।”