সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ আবারও চালু হতে চলেছে সুলভ মূল্যে আলিপুরদুয়ার পৌরসভার পানীয়জল পরিষেবা। কোল ইন্ডিয়ার প্রাইভেট লিমিটেডের পৌরসভার মাধ্যমে এই পানীয় জল ২০১৪ সালে বামফ্রন্ট পরিচালিত পৌরসভার সময় শুরু করলেও কিছুদিন বাদেই বন্ধ হয়ে যায়। এরপর কংগ্রেস পরিচালিত পৌরসভার পক্ষ থেকে শুরু করা হলেও বেশীদিন কার্যকর করা যায়নি।এই মুহূর্তে আলিপুরদুয়ারের পৌরসভা প্রশাসক মন্ডলির চেয়ারম্যানের মাধ্যমে পরিচালিত। শুক্রবার নিউ আলিপুরদুয়ারের মাতৃসদনের কাছে পড়ে থাকা পানীয়জলের এই ঘর পরিদর্শনে গিয়েছেন পৌরসভার প্রশাসক মন্ডলির চেয়ারম্যান মিহির দত্ত, প্রশাসকমন্ডলীর সদস্য প্রদ্যুৎ আচার্য্য। ভেতরে যাওয়ার পথে বৃষ্টির জলে আটকে যাওয়ায় মিহির দত্ত ভেতরে যেতে পারেননি। দীর্ঘদিন থেকে পড়ে থাকার ফলে যন্ত্রাংশগুলো ঠিক কি অবস্থায় রয়েছে সেটাও খতিয়ে দেখেন প্রশাসক মন্ডলির কর্তারা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এই পানীয়জলের মেশিন। পৌরসভার প্রশাসক মন্ডলির সদস্য প্রদ্যুৎ আচার্য্য বলেন " দীর্ঘদিন দিন ধরে এই পানীয়জলের মেশিন পড়ে রয়েছে। পৌরসভা মানুষের সেবার জন্য পুনরায় আবারও খোলা হচ্ছে এই পানীয় জলের মেশিন। সবকিছু ঠিক থাকলে ১৫ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে সুলভ মূল্যে পানীয়জল পরিষেবা।"