নিজস্ব সংবাদদাতা: আর্থিক ও রাজনৈতিক সংকট রুখতে শ্রীলঙ্কার পাশে দাঁড়ায় ভারত। পাশে দাঁড়ানোর জন্য নয়াদিল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি। বর্তমানে শ্রীলঙ্কা সফর করছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন কৃতজ্ঞতা জানান সাবরি। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আর্থিক সংকটের সময় ভারত প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের দ্রব্য শ্রীলঙ্কায় রফতানি করেছে। আর তা করার জন্য সংকট থেকে রেহাই পায় শ্রীলঙ্কা। এ ব্যাপারে পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।