নিজস্ব সংবাদদাতাঃ জার্মানির পুনঃরপ্তানি অনুমোদন ছাড়াই পোল্যান্ড ইউক্রেনে লেপার্ড ২ ট্যাংক পাঠাতে পারে বলে শুক্রবার জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী। ওয়ারশ এবং অন্যান্য ন্যাটো মিত্ররা জার্মানিকে ইউক্রেনে জার্মান তৈরি ট্যাংক পাঠানোর অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। জার্মানি বিরোধিতা করলেও ইউক্রেনে ট্যাংক পাঠানোর সম্ভাবনার কথা উল্লেখ করে পাভেল জাবলোনস্কি বলেন, "আমি অস্বীকার করছি না যে আমরা এ ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। এই মুহুর্তে আমরা জার্মানিকে কেবল পোল্যান্ড বা অন্যান্য দেশ দ্বারা এই ট্যাংকগুলো পাঠানোর বিষয়ে সম্মত হওয়ার চেষ্টা করছি না, তবে তারা নিজেরাই এটি করতে পারে।"