সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: করোনার প্রভাবে স্কুল কলেজ বন্ধ থাকার ফলে দুবছর ধরে স্বাধীনতা দিবস পালিত না-হওয়ায় পতাকা ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। চলতি বছর ৭৫তম স্বাধীনতা দিবস, তা পালনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে করোনা। এই করোনার প্রভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাতেই চিন্তার কারণ পতাকা ব্যবসায়ীদের। এই চিন্তা পেছনে ঠেলে ব্যবসায়ীরা দিনরাত তৈরী করে চলেছে পতাকা, ব্যাচ,উত্তরীয়, টুপি। আশ্রমপাড়ার বাসিন্দা ও বিধান মার্কেটের ব্যবসায়ী রামহরি পাল দিনরাত এক করে এই পতাকা ও স্বাধীনতা দিবসের বিভিন্ন সামগ্রী তৈরী করে চলেছেন। রামহরিবাবুর হাতের তৈরী সামগ্রী পাহাড়ে ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বিক্রি হয়। কিন্তু করোনার প্রভাবে গত বছর ও এবছর যায়নি এই ন্যাশনাল ফ্ল্যাগ। তাতেই চিন্তার মুল কারণ।রামহরি পাল জানিয়েছেনস " গত বছরে একেবারেই বিক্রি হয়নি পতাকা, কিন্তু গত বছরের তুলনায় এবছর কিছুটা বিক্রি হয়েছে। রামহরিবাবু আশায় আছেন হয়তো কিছুটা পতাকা ও অন্যান্য সামগ্রী বিক্রি হবে।"