নিজস্ব সংবাদদাতাঃ এয়ার ইন্ডিয়ায় প্রস্রাবকাণ্ডে নয়া মোড়। ২০২২ সালের ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক-দিল্লি রুটের ফ্লাইটে এক মহিলার ওপর প্রস্রাব করার ঘটনায় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারতের ডিজিসিএ। নিয়ম ভঙ্গের জন্য এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে ডিজিসিএ। সেইসঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার জন্য বিমানের পাইলট-ইন-কমান্ডের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর-ইন-ফ্লাইট পরিষেবাকে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে।