নিজস্ব সংবাদদাতা: খড়গপুর আইআইটি ছাত্র মৃত্যুর ঘটনায় খড়গপুর ডিরেক্টরের উপর ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থা। বিশেষ প্রয়োজনে বিদেশযাত্রার কারণে আদালতে গরহাজির ডিরেক্টর। বদলে হাজিরা দেন আইনজীবী অনিন্দ্য মিত্র। ডিরেক্টরের এমন ব্যবহারে আদালতের প্রশ্ন, ''উনি কি বিষয়টির গুরুত্ব বুঝতে পারছেন না।''এর আগে ২৪ জানুয়ারি আদালতে ডিরেক্টরের হাজিরা দেওয়া কথা থাকলেও তা এগিয়ে আনার আর্জি জানানো হয়। সেই মতো ২০ জানুয়ারি অর্থাৎ এদিন হয় মামলার শুনানি এদিন মামলার শুনানি শেষে আদালত নির্দেশ দেয়, আইআইটি খড়গপুরের মতো একটা এটি উচ্চ মানের প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটা যথেষ্ট খারাপ। তাই ডিরেক্টরকে বরখাস্ত করল আদালত।