নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটিশ বংশোদ্ভূত চলচ্চিত্র তারকা জুলিয়ান স্যান্ডসের খোঁজে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তুষার আবৃত পর্বতমালায় ষষ্ঠ দিনের মতো তল্লাশি চালানো হয়েছে। সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) উত্তর-পূর্বে সান গ্যাব্রিয়েল পর্বতমালার বালডি বোল এলাকায় একা হাইকিং করতে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। শেরিফ বিভাগের মুখপাত্র মারা রদ্রিগেজ বলেন, 'তাৎক্ষণিকভাবে ওই এলাকায় তল্লাশি শুরু করা হয়, তবে তুষারধসের ঝুঁকি এবং ট্রেইলের খারাপ অবস্থার কারণে গ্রাউন্ড টিমগুলো সরিয়ে নেওয়া হয়।' তবে হেলিকপ্টার ও ড্রোন বিমানের মাধ্যমে মাঝে মাঝে আকাশপথে তল্লাশি অব্যাহত রয়েছে এবং কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে স্থল অনুসন্ধান পুনরায় শুরু করার পরিকল্পনা করেছে।