দিনের আলোয় চলছে গাছ কাটা, গাছগুলি বাজেয়াপ্ত করলো বন দপ্তর

author-image
New Update
দিনের আলোয় চলছে গাছ কাটা,  গাছগুলি বাজেয়াপ্ত করলো বন দপ্তর

রাহুল পাসোয়ান, সালানপুর: ই.সি.এলের সালানপুর এরিয়ার সামডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাবল্লবপুর ৪ নম্বর এরিয়ার কালী মন্দিরের লাগোয়া জঙ্গল থেকে অনায়াসে দিনের আলোয় চলছে গাছ কাটা। কয়েক দিন ধরে বহু পুরনো দামি গাছগুলি কেটে ছোট গাড়ির সাহায্য নিয়ে পাচারের কাজ চলছে। শুক্রবার সকালে রাধাবল্লবপুর এলাকার স্থানীয়রা দেখতে পায় এই জায়গায় বড় বটগাছ এবং একটি ডুমুর গাছ কাটা হচ্ছে। তারা সঙ্গে সঙ্গে খবর দেয় বন দপ্তরে ও সালানপুর থানার পাহাড়গোড়া পুলিশ ক্যাম্পে। পুলিশ ও বিট অফিসারকে দেখে চোরেরা পালিয়ে যায়। বনদপ্তর দুটি গাছ বাজেয়াপ্ত করে এবং পুলিশ ঘটনাস্থল থেকে কাটারী, দড়ি প্রভৃতি সামগ্রী বাজেয়াপ্ত করে।