নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ভারতের বেশিরভাগ অংশে কুয়াশার কারণে শুক্রবার প্রায় ১৬টি ট্রেন দেরিতে চলছে, যার ফলে দৃশ্যমানতা ব্যাহত হয়েছে। নর্দার্ন রেলওয়ের আধিকারিকরা জানিয়েছেন, দ্বারভাঙ্গা-নয়া দিল্লি ক্লোন স্পেশাল, গয়া-নয়া দিল্লি মহাবোধি এক্সপ্রেস, মালদা টাউন-দিল্লি ফারাক্কা এক্সপ্রেস, বারাউনি-নয়া দিল্লি ক্লোন স্পেশাল, বেনারস-নয়া দিল্লি কাশী বিশ্বনাথ এক্সপ্রেস, কাটিহার-অমৃতসর আম্রপালি এক্সপ্রেস, কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল, বিশাখাপত্তনম-নয়াদিল্লি অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেস, বলরামপুর-গোয়ালিয়র সুশাসন এক্সপ্রেস, অযোধ্যা ক্যান্টনমেন্ট-দিল্লি এক্সপ্রেস, রাজগির-নয়া দিল্লি শ্রমজীবি সুপারফাস্ট এক্সপ্রেস, রক্সৌল-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস, মুজফফরপুর-আনন্দ বিহার টার্মিনাল সপ্তক্রান্তি সুপারফাস্ট এক্সপ্রেস, জবলপুর-হযরত নিজামুদ্দিন গন্ডোয়ানা এক্সপ্রেস, মানিকপুর-হযরত নিজামুদ্দিন উত্তর বিদেশ যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস, হায়দ্রাবাদ ডেকান নামপল্লী-নয়া দিল্লি তেলেঙ্গানা এক্সপ্রেস এক ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে।