কুয়াশার কারণে ১৬টি ট্রেন দেরিতে চলছে

author-image
Harmeet
New Update
কুয়াশার কারণে ১৬টি ট্রেন দেরিতে চলছে

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ভারতের বেশিরভাগ অংশে কুয়াশার কারণে শুক্রবার প্রায় ১৬টি ট্রেন দেরিতে চলছে, যার ফলে দৃশ্যমানতা ব্যাহত হয়েছে। নর্দার্ন রেলওয়ের আধিকারিকরা জানিয়েছেন, দ্বারভাঙ্গা-নয়া দিল্লি ক্লোন স্পেশাল, গয়া-নয়া দিল্লি মহাবোধি এক্সপ্রেস, মালদা টাউন-দিল্লি ফারাক্কা এক্সপ্রেস, বারাউনি-নয়া দিল্লি ক্লোন স্পেশাল, বেনারস-নয়া দিল্লি কাশী বিশ্বনাথ এক্সপ্রেস, কাটিহার-অমৃতসর আম্রপালি এক্সপ্রেস, কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল, বিশাখাপত্তনম-নয়াদিল্লি অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেস, বলরামপুর-গোয়ালিয়র সুশাসন এক্সপ্রেস, অযোধ্যা ক্যান্টনমেন্ট-দিল্লি এক্সপ্রেস, রাজগির-নয়া দিল্লি শ্রমজীবি সুপারফাস্ট এক্সপ্রেস, রক্সৌল-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস, মুজফফরপুর-আনন্দ বিহার টার্মিনাল সপ্তক্রান্তি সুপারফাস্ট এক্সপ্রেস, জবলপুর-হযরত নিজামুদ্দিন গন্ডোয়ানা এক্সপ্রেস, মানিকপুর-হযরত নিজামুদ্দিন উত্তর বিদেশ যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস, হায়দ্রাবাদ ডেকান নামপল্লী-নয়া দিল্লি তেলেঙ্গানা এক্সপ্রেস এক ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে।