নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি শ্যান্টি শহরে আগুন লাগার পর প্রায় ৫০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ। স্থানীয় সময় সকাল ৬টা ২৭ মিনিটে দক্ষিণ সিউলের গুরইয়ং গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত প্রায় ৪০টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪০ জন দমকলকর্মী রয়েছেন। ক্ষয়ক্ষতি কমাতে এবং সব ধরনের অগ্নিনির্বাপক ও সরঞ্জামাদি মোতায়েনের জন্য সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল।