নিজস্ব সংবাদদাতাঃ তালেবান কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছে, আফগানিস্তানের তীব্র শীতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ৭৮ জনের মৃত্যু হয়েছে, যা দেশটির মানবিক সংকটকে আরও গভীর করেছে। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তালেবান মুখপাত্র শফিউল্লাহ রাহিমি বলেন, "গত ১০ জানুয়ারি থেকে এসব মৃত্যুর ঘটনা ঘটছে। শীতের কারণে ৭৫ হাজারেরও বেশি গবাদিপশু মারা গেছে। তালেবানরা দেশজুড়ে ১০ লাখেরও বেশি লোকের কাছে পৌঁছানোর এবং সহায়তা করার চেষ্টা করেছে।"