নিজস্ব সংবাদদাতাঃ স্ক্যান্ডিনেভিয়ান দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় গুপ্তচরবৃত্তির মামলায় রাশিয়া ও তার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ'র হয়ে এক দশক ধরে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানি বংশোদ্ভূত দুই সুইডিশ নাগরিককে দীর্ঘ কারাদণ্ড দিয়েছে আদালত। দুই সুইডিশ নাগরিকের মধ্যে পেম্যান কিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার ছোট ভাই পায়াম কিয়াকে নয় বছর ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ২০২১ সালের ২০ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়াকে তথ্য সরবরাহের জন্য যৌথভাবে কাজ করার অভিযোগে তাদের বিরুদ্ধে স্টকহোম জেলা আদালতে হাজির করা হয়েছিল। সুইডেনে যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ সাধারণত ন্যূনতম ২০ থেকে ২৫ বছরের কারাদণ্ড।