নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে তালিবান ত্রাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে এইবার আফগানিস্তানের তালিবান ত্রাস মোকাবিলায় যৌথ পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহন করল পাকিস্তান ও তুরস্ক সরকার।
যৌথ ভাবে দুই দেশের সামরিক ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পাক ও তুরস্ক সরকার। দুই দেশের বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার ও পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
উল্লেখ্য, এইদিন পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তিনি যথাযথ সাহায্য করবেন।