নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে রুশ আগ্রাসনকে সমর্থন করায় কাজাখস্তানের একটি রাজনৈতিক দল বৃহস্পতিবার তাদের পার্লামেন্টের এক ডেপুটিকে বহিষ্কার করেছে। সংসদ সদস্য আজমত আবিলদায়েভ ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সমর্থন করেন এবং কিয়েভ সরকারকে 'নাৎসি' হিসেবে আখ্যায়িত করেন। কাজাখ সরকার মস্কোর সঙ্গে ঐতিহ্যগত ঘনিষ্ঠ সম্পর্ক সত্ত্বেও, আগ্রাসনকে সমর্থন করেনি বা রাশিয়া দ্বারা ইউক্রেনীয় অঞ্চলগুলো সংযুক্ত করার স্বীকৃতি দেয়নি এবং শান্তির আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার আক ঝোল পার্টির পক্ষ থেকে বলা হয়, তারা একটি বৈঠকে আজমত আবিলদায়েভের মন্তব্য নিয়ে আলোচনা করেছে এবং তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে তার ম্যান্ডেট বাতিল করার আহ্বান জানিয়েছে।