নিজস্ব সংবাদদাতা: দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকেই টেনে নিয়ে গিয়েছিল গাড়ি। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানাল দিল্লি পুলিশ। তদন্তকারীদের দাবি, দিল্লি AIIMS-র সামনে ঘটে ওই ঘটনা। DCW-র চেয়ারপার্সনকে গাড়ি প্রায় ১০ থেকে ৫০ মিটার টেনে নিয়ে গিয়েছিল। তাঁর হাত গাড়ির দরজায় আটকে যায় বলেও জানিয়েছে দিল্লি পুলিশ। তাঁদের দাবি, মত্ত অবস্থায় চালক স্বাতীকে গাড়ির মধ্যে বসতে বলেছিলেন। কিন্তু DCW-র চেয়ারপার্সন তাতে রাজি হননি। এর পরই সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান ওই ব্যক্তি।