নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ক্রেমলিন প্রধান ভ্লাদিমির পুতিনের মিত্র দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার উত্তর আটলান্টিক চুক্তি সংস্থাকে (ন্যাটো) সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার পরাজয় পরমাণু যুদ্ধের সূত্রপাত করতে পারে। পুতিনের শক্তিশালী নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান মেদভেদেভ বলেন, 'প্রচলিত যুদ্ধে পারমাণবিক শক্তির পরাজয় পরমাণু যুদ্ধের সূত্রপাত করতে পারে।' তিনি আরও বলেন, 'পারমাণবিক শক্তিধর দেশগুলো কখনোই বড় ধরনের সংঘাত হারায়নি, যার ওপর তাদের ভাগ্য নির্ভর করে।' মেদভেদেভ বলেন, 'ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করার পশ্চিমাদের প্রচেষ্টার কৌশল ও সমর্থন নিয়ে আলোচনা করতে শুক্রবার জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ন্যাটো ও অন্যান্য প্রতিরক্ষা নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।'