নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চ ভাগ করতে দেখা যায় না সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বলেন, 'আমি অভিষেককে বলেছিলাম, মঞ্চে এসে বসতে৷ কিন্তু ও এসে বসতে চাইছে না৷' আর এই নিয়েই তৃণমূলকে নিশানা করলেন বিজেপি বিধায়ক। তিনি টুইট করেন, 'তৃণমূলে অনেক সাংসদ রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক বৈঠকে তৃণমূলের সাধারণ সম্পাদককে কেন মঞ্চে বসতে বাধ্য করা হয়? এটি আবারও প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ কোনও দল দ্বারা পরিচালিত হয় না বরং একটি ব্যানার্জি প্রাইভেট লিমিটেড দ্বারা পরিচালিত হয়।'