নিজস্ব সংবাদদাতাঃ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শত্রু বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের মন্তব্যের প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি সপ্তাহের শুরুর দিকে আবুধাবিতে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার সৈন্যদের সঙ্গে কথা বলার সময় ইউন বলেন, "দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত খুব একই পরিস্থিতিতে রয়েছে এবং উত্তর কোরিয়া ও ইরানকে 'শত্রু, সবচেয়ে বড় হুমকি' হিসেবে দেখছে।" তার এই মন্তব্য সিউল ও তেহরানের মধ্যে এমন এক সময়ে বিরল বিবাদের সৃষ্টি করেছে, যখন দক্ষিণ কোরিয়ায় বাজেয়াপ্ত করা ইরানি তহবিল এবং ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে সন্দেহজনক অস্ত্র লেনদেন নিয়ে সম্পর্ক ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে চলছে। ইরানের আইন বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী রেজা নাজাফি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ইউন কাং-হিওনকে তলব করে ইউনের 'হস্তক্ষেপমূলক মন্তব্যের' প্রতিবাদ জানিয়েছেন।