নিজস্ব সংবাদদাতাঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেলকে সতর্ক করে দিয়ে বলেছেন, বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) 'ইউরোপের পাদদেশে আঘাত হানবে'। তিনি বলেন, 'আমরা বারবার বলে আসছি, বিপ্লবী গার্ড একটি আনুষ্ঠানিক ও সার্বভৌম সংগঠন, যার ভূমিকা ইরানের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।' ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'ইউরোপীয় পার্লামেন্ট সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার যে পদক্ষেপ নিয়েছে, তা এক অর্থে ইউরোপের পাদদেশে আঘাত হেনেছে।'