মেক্সিকোর দক্ষিণ সীমান্তে ২৬৯ জন অভিবাসীর সন্ধান

author-image
Harmeet
New Update
মেক্সিকোর দক্ষিণ সীমান্তে ২৬৯ জন অভিবাসীর সন্ধান

নিজস্ব সংবাদদাতাঃ মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশন জানিয়েছে, মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে আসা ২৬৯ জন অভিবাসীকে দেশটির দক্ষিণ সীমান্তের কাছে একটি ট্রাক্টর ট্রেলারে জড়ো হতে দেখেছে মেক্সিকো কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের টাক্সটলা গুতেরেজ শহরের ইমিগ্রেশন ভেরিফিকেশন পয়েন্টে ফেডারেল এজেন্টরা সাদা ট্রেলারটি দেখতে পান। পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর চালককে আটক করে পুলিশ। অনেক অভিবাসী ল্যাটিন আমেরিকার অন্য কোথাও দারিদ্র্য এবং সহিংসতা থেকে বাঁচতে তাদের যাত্রায় টাক্সটলার মধ্য দিয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬৯ জন অভিবাসীর প্রায় সবাই গুয়াতেমালার নাগরিক, যদিও এল সালভাদরের তিনজন, ইকুয়েডরের তিনজন এবং হন্ডুরাসের দুজন রয়েছেন। এছাড়াও ভ্রমণকারীদের মধ্যে ২০ জন অপ্রাপ্তবয়স্ক ছিল।