নিজস্ব সংবাদদাতাঃ তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিয়িংচি শহরে তুষারধসে কমপক্ষে আটজন নিহত হয়েছে এবং চীন সরকার মৃতদেহ ও নিখোঁজদের উদ্ধারে সহায়তার জন্য একটি দল পাঠিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে মেইনলিং কাউন্টির পাই গ্রাম এবং মেডোগ কাউন্টির ডক্সং লা টানেলের প্রস্থানের মধ্যবর্তী রাস্তার একটি অংশে তুষারধসের ঘটনা ঘটে। কতজন নিখোঁজ রয়েছে তা স্পষ্ট নয়। সূত্রে খবর, বৃহস্পতিবার অর্থাৎ আজ স্থানীয় কর্তৃপক্ষ ১৩১ জন লোক ও ২৮টি গাড়ি ঘটনাস্থলে পাঠিয়েছে। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি ওয়ার্কিং গ্রুপও পাঠিয়েছে।