নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের বরিষ্ঠ নেতা জয়রাম রমেশের মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গেল ভারতীয় রাজনীতি মহলে। কারণ তিনি টুইট করে বলেছেন, 'ভারতীয় রাজনীতিতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের মতো নেতাদের প্রয়োজন।' উল্লেখ্য, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আগামী ৭ ফেব্রুয়ারির আগেই তার পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন। এদিকে জয়রাম রমেশ টুইটারে লিখেছেন, 'নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, তিনি মার্চেন্টের নীতি অনুসরণ করা ছেড়ে দিচ্ছেন। ভারতীয় রাজনীতিতে তাঁর মতো আরও মানুষ দরকার।'