নিজস্ব সংবাদদাতা: গুগল, টুইটার, অ্যামাজ়ন, ফেসবুকের পর এ বার মাইক্রোসফট। নতুন বছরের শুরুতেই প্রায় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা সেরে ফেলেছে বহুজাতিক সংস্থা মাইক্রোসফট। বুধবার কম্পিউটার ক্ষেত্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংস্থা তাদের ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাঁটাই করার কথা ঘোষণা করতে পারে। মাইক্রোসফ্টের তরফে জানানো হয়েছে, সারা বিশ্বে মাইক্রোসফটের মোট কর্মী সংখ্যার অন্তত ৫ শতাংশের কাজ যেতে চলেছে। জানা গিয়েছে, এই ঘটনায় মূলত কোপ পড়তে চলেছে ইঞ্জিনিয়ারিং এবং মানবসম্পদ বিভাগে কাজ করা কর্মীদের উপরেই।