নিজস্ব সংবাদদাতাঃ বুধবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে যোগ দিতে বুধবার খাম্মামে পৌঁছান তিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কেসিআর-এর দল ভারত রাষ্ট্রীয় সমিতি অর্থাৎ বিআরএস-এর মহাসমাবেশে যোগ দেন এই ব্যক্তিরা। এদিন এক জনসভায় বিজেপিকে নিশানা করে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, 'বিজেপি সমাজতন্ত্র ও গণতন্ত্রের বিরোধী। দেশের উন্নতির জন্য বহুদলীয় ব্যবস্থা প্রয়োজন। কেন্দ্র দেশের ফেডারেলিজমকে ধ্বংস করে দিয়েছে। আজ কেনা-বেচার মাধ্যমে রাজ্যগুলিতে সরকার উৎখাত করা হচ্ছে। আমাদের সমস্ত মাতৃভাষাকে উপেক্ষা করে হিন্দিকে জাতীয় ভাষা হিসাবে চিত্রিত করার চেষ্টা করা হচ্ছে। মাতৃভাষা বিলুপ্ত করা এবং হিন্দি চাপিয়ে দেওয়া দেশের অখণ্ডতাকে প্রভাবিত করবে।'