করোনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল WHO

author-image
Harmeet
New Update
করোনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল WHO

​নিজস্ব সংবাদদাতাঃ  এখনও দাপট দেখা গেলেও আগামী কয়েক বছরেই রূপ বদলে ফেলে সাধারণ সর্দি কাশির মতোই সংক্রমণে পরিণত হবে করোনা, এমনটাই দাবি গবেষকদের। সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, যে সমস্ত শিশুরা কখনও ভাইরাসের সংস্পর্শে আসেনি বা যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি, তারাই মূলত করোনা আক্রান্ত হবে। পেনসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্য়ালয়ের বায়োলজি বিভাগের অধ্যাপক অটার ব্রনস্ট্রাড জানান, করোনা সংক্রমণের ধারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, বয়সের উপর ভিত্তি করেই সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। যদিও গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে সংক্রমণের ঝুঁকি ধীরে ধীরে শিশুদের উপরই বাড়বে, কারণ প্রাপ্তবয়স্কদের টিকাকরণের মাধ্যমে তাদের দেহে করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এর আগে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রেও প্রথমে দেখা গিয়েছিল তা ভয়াবহ আকার ধারণ করছিল, কিন্তু পরে তা অতি সাধারণ সংক্রমণে পরিণত হয়েছে।