নিজস্ব সংবাদদাতাঃ ।সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে ক্লাব ভাঙচুর ঘিরে ধুন্ধুমার । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ক্লাব ভাঙচুর করেছে বলে অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। এই ক্লাবের সঙ্গে যুক্তরা ইভটিজিংয়ের সঙ্গে যুক্ত বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। একটি দোকান ভাঙচুরেও অভিযুক্ত ক্লাব সদস্যেরা, পাল্টা দাবি করে তৃণমূল। যদিও ক্লাব ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে শাসক দল। বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের। বিজেপি নেতা সজল ঘোষের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকল পুলিশ। বাড়ির দরজা ভেঙে সজল ঘোষকে গ্রেফতার করল পুলিশ।‘বিনা অপরাধে গ্রেফতার’, প্রতিক্রিয়া সজল ঘোষের।