নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাই থেকে তিরুচিরাপল্লীগামী ইন্ডিগোর একটি বিমানের এক যাত্রী জরুরি গেট খুলে দেন বলে অভিযোগ উঠেছিল। এই ঘটনার ফলে ফ্লাইটটি ২ ঘণ্টা বিলম্বিত হয়। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) এক আধিকারিক জানিয়েছিলেন, নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হয়নি। এক যাত্রী দুর্ঘটনাক্রমে জরুরি গেট খুলে দেন।
যদিও বিমানে থাকা এক প্রত্যক্ষদর্শী দাবি করেছে যে বেঙ্গালুরু দক্ষিণ লোকসভার সাংসদ তেজস্বী সূর্য জরুরি গেট খুলেছিলেন। তেজস্বী সূর্যের সঙ্গে ছিলেন তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই। যদিও ঘটনার বিষয়ে এখনও অবধি সাংসদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।