নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্র ও ছত্তিশগড়ের আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ইন্দ্রাবতী নদীর উপর একটি সেতু নির্মাণের প্রতিবাদে গত ১৪ দিন ধরে রাজ্য সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি, "এখানে কোনও মৌলিক সুযোগ-সুবিধা না থাকায় জল-জঙ্গল-জমিন লুটের সুবিধা হবে।" এক আদিবাসী নেতা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 'ছত্তিশগড় ও মহারাষ্ট্রের ২০-২৫টি গ্রামের মানুষ এখানে বিক্ষোভ দেখাচ্ছে। স্বাধীনতার ৭৫ বছর পরেও এখানে কোনও মৌলিক সুযোগ-সুবিধা নেই। এই ধরনের সেতু শুধুমাত্র 'জল-জঙ্গল-জমিন'-এর লুটপাটের সুবিধার্থে করা হয়েছে। ৪ জানুয়ারি থেকে বিক্ষোভ শুরু হয়েছে, আমরা অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ করতে চাই।'