নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইরানের আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকর করায় যুক্তরাষ্ট্র মর্মাহত। এক সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, "বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে গত কয়েক মাস ধরে ইরানের রাস্তায় আমরা যা কিছু দেখেছি তাতে আমরা যেমন মর্মাহত হয়েছি, তেমনি গণগ্রেপ্তার, মিথ্যা বিচার, মৃত্যুদণ্ড, যৌন সহিংসতাকে বিক্ষোভ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা।" তিনি আরও বলেন, "এই অপব্যবহারগুলো পরিণতি ছাড়া চলবে না। অন্যান্য অনেক দেশের সঙ্গে মিলে আমরা বিভিন্ন ধরনের একতরফা পদক্ষেপ, বহুপাক্ষিক পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি, জাতিসংঘের প্রক্রিয়া ব্যবহার করে ইরানকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা করছি।"