নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, '২০২২ সালে ইউক্রেনে দুই হাজারেরও বেশি সাইবার হামলা চালানোর জন্য রাশিয়াকে দায়ী করা হয়েছে।' ইউরি শিগোল নামের ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, 'রাশিয়ান হ্যাকিংয়ের কারণে তার লাইভস্ট্রিম কনফারেন্স ১৫ মিনিট দেরিতে শুরু করতে বাধ্য হয়েছে।' তিনি বলেন, '২০২২ সালে ইউক্রেনে ২,১৯৪টি সাইবার হামলা হয়েছে, যার মধ্যে ১,৬৫৫টি ঘটেছে মস্কোর ২৪ ফেব্রুয়ারির আগ্রাসনের পর।' গত বছর সরকারি প্রতিষ্ঠানগুলোতে ৫৫৭টি সাইবার হামলা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।