নিজস্ব সংবাদদাতাঃ তেহরানের তরুণ প্রসিকিউটর হিসেবে ইব্রাহিম রাইসি ইরানের রাজধানীতে শত শত রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের তদারকির জন্য একটি 'ডেথ কমিটিতে' বসেছিলেন। তিন দশক পর এখন প্রেসিডেন্ট এবং অনেকেই ইরানের সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে দেখছেন, রাইসি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আপোষহীন প্রতিক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন। ২২ বছর বয়সী কুর্দি ইরানি নারী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় গত সেপ্টেম্বরে শুরু হওয়া জনঅস্থিরতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে চারজনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। শনিবার ইরানের গণমাধ্যম জানিয়েছে, গুপ্তচরবৃত্তির দায়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সহকারী আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।