নিজস্ব সংবাদদাতাঃ সূত্রের খবর, আগামী ১৯ জানুয়ারি ইতালির মন্ত্রিসভা দুই প্রভাবশালী ট্রেজারি কর্মকর্তার ভাগ্য নির্ধারণ করতে পারে, জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার ডানপন্থী প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য চাপ দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। রোম ট্রেজারি ডিপার্টমেন্টের মহাপরিচালক আলেসান্দ্রো রিভেরা এবং রাষ্ট্রীয় নিরীক্ষকের প্রধান বিয়াজিও মাজোত্তাকে নিশ্চিত বা অপসারণের সিদ্ধান্ত নেবে, উভয়ই বছরের পর বছর ধরে ইতালীয় নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনটি সরকারি সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসা ডানপন্থী জোটটি ২৪ জানুয়ারি পর্যন্ত মন্ত্রণালয়ের বিভাগীয় প্রধানদের বদলি করতে পারে, তবে মেলোনি ২২-২৩ জানুয়ারি আলজেরিয়া সফরের আগে দুই কর্মকর্তার বিষয়ে সিদ্ধান্ত নিতে চান।