নিজস্ব সংবাদদাতাঃ কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে সংঘাতের একদিন পর মঙ্গলবার গুয়াতেমালা কলম্বিয়ায় তাদের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য তলব করেছে বলে জানিয়েছে গুয়াতেমালার পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার গুয়াতেমালা কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইভান ভেলাস্কেজের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ এনেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো মন্ত্রীকে সমর্থন করে বলেন, 'তিনি ভেলাস্কেজকে গ্রেপ্তারের কোনো আদেশ মেনে নেবেন না।' গুয়াতেমালার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "কলম্বিয়া সরকার সংশ্লিষ্ট কূটনৈতিক পদক্ষেপ অনুসরণ না করে আকস্মিক সিদ্ধান্ত নিয়ে আইনী আদেশের বিষয়টিকে রাজনৈতিক আদেশে পরিণত করায় দুঃখ প্রকাশ করেছে।"