ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাতে যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে যোগ দেবে নেদারল্যান্ডসঃ মার্ক রুট

author-image
Harmeet
New Update
ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাতে যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে যোগ দেবে নেদারল্যান্ডসঃ মার্ক রুট

নিজস্ব সংবাদদাতাঃ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক বৈঠকে বলেছেন, 'ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রেরণে নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছে।' জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান রুট। তিনি বলেন, "আমরা কখনো মেনে নিতে পারি না যে পুতিন এবং রাশিয়া এর থেকে রেহাই পাবে, তাই আমাদের জবাবদিহিতা রাশিয়াকে আদালতে নিয়ে যাওয়া, যাতে এই সব কিছু সম্পন্ন হয়।"