নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে প্রকাশ্যে মুক্তির দিন। আগামী ২৭ অগাস্ট রুপোলি পর্দায় মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত ছবি 'চেহরে'। সোশ্যাল মিডিয়ায় রুমি জাফরি পরিচালিত এই ছবির মুক্তির দিন ঘোষণা করেন বিগ বি স্বয়ং। একটি ছোট্ট ভিডিও ও মোশান পোস্টার ভাগ করে নেন তিনি। ভিডিওতে তিনি বলছেন, 'যদি কেউ খুন বা অন্য কোনও অপরাধ করে থাকেন, তবে সাবধানে থাকুন। খেলাটা আপনার সামনে হবে।'