বিচ্ছেদের ঘোষণা করলেন নচিকেতা

author-image
Harmeet
New Update
বিচ্ছেদের ঘোষণা করলেন নচিকেতা

নিজস্ব সংবাদদাতা: মুঠোফোনে চোখ রাখতেই নচিকেতা চক্রবর্তীর ফেসবুক পোষ্ট । পোস্টারে লেখা ডিভোর্স। সঙ্গে ক্যাপশন ‘যাঃ অবশেষে ডিভোর্সটা হয়েই গেল’। তাঁর গানের কথার মতোই সময় যেন থমকে দাঁড়াল। শুরু জল্পনা। কমেন্ট বক্সে নেটিজেনদের ঝড় উঠতে থাকল। কেউ বললেন রহস্যময়। কেউ আবার লিখলেন অভিনন্দন। অনেকেই নতুন গানের টিজার বললেন। দুঃখজনক বলেও প্রতিক্রিয়া বহু অনুরাগীর। যদিও গায়ক এ বিষয়ে কোনওরকম মুখ খোলেননি। অনুরাগীদের একের পর এক পোস্ট মুহূর্তে শেয়ার হয়েছে। চারিদিকে গুঞ্জন সত্যিই কি ছাড়াছাড়ি।