নিজস্ব সংবাদদাতা: কর্নওয়ালের কিছু অংশে ভারী তুষারপাতের কারণে বন্ধ হয়েছে স্কুল,তারসঙ্গে অবরুদ্ধ হয়েছে বেশ কিছু রাস্তাও। কর্নওয়াল এবং পশ্চিম ডেভনের কিছু অংশে তুষারপাত এবং পুরো ডেভনের বরফের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত তুষারপাতের জেরে কর্নওয়ালে বন্ধ করা হয়েছে ৫০টি স্কুল।