দেবাশিষ বিশ্বাস, কোচবিহার: ১৩ বেঙ্গল এনসিসি ব্যাটেলিয়ানের পক্ষ থেকে শুক্রবার এক বিশেষ কর্মসুচি পালন করা হয়। এদিন সকালে কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদীঘিতে থাকা সকল মূর্তি পরিষ্কার করা হয়, পাশাপাশি মুর্তিতে মাল্যদান করা হয়। পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজীর অবদান নিয়েও আলোচনা করা হয়। এই কর্মসুচিতে অংশ গ্রহণ করেন কোচ বিহার টাউন হাই স্কুল, এবিএন শীল কলেজ ও হিন্দী স্কুলের ৪৫ জন এনসিসি ক্যাডেট।