দিগ্বিজয় মাহালী, চন্দ্রকোনাঃ সারি সারি দাঁড়িয়ে জলের ট্যাঙ্ক, দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স, তবুও দুই পরিষেবা থেকে বঞ্চিত পৌরবাসী। যাকে ঘিরে ইতিমধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পড়ে পড়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরঞ্জাম, চরম গাফিলতির অভিযোগ তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের ক্ষীরপাই পৌরসভায়। ১০ নম্বর ওয়ার্ড বিশিষ্ট এই ক্ষীরপাই পৌরসভা। বেশ কয়েক বছর আগেই ক্ষীরপাই পৌরসভায় সাংসদ তহবিলের টাকায় দেওয়া হয়েছিল প্রায় ২৫টির মতো জলের ট্যাঙ্ক। শুধু তাই নয়, ক্ষীরপাই পুরসভায় বিধায়ক তহবিলে দেওয়া হয়েছিল দুটি অ্যাম্বুলেন্স। বর্তমানে সেগুলি ২ বছর ধরে অচল অবস্থায় পড়ে নষ্ট হতে বসেছে। এর ফলে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে পৌরবাসী,শুধু তাই নয় পানীয় জলের কোথাও সমস্যা হলে জলের ট্যাঙ্ক পাঠিয়ে এলাকায় পরিষেবা দেওয়া হয়, সেই জলের ট্যাঙ্কও পড়ে নষ্ট হয়েছে। পৌরবাসী থেকে শুরু করে এলাকার মানুষজন প্রশ্ন তুলছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকার সরঞ্জাম কেন পড়ে নষ্ট হচ্ছে। এক কথায় পৌরসভার বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলছে সকলে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে , প্রায় বছর চারেক ধরেই পড়ে রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপরূপা পোদ্দারের সাংসদ তহবিলের পাওয়া প্রায় কোটি টাকা মূল্যের একাধিক পানীয় জল সরবরাহের ট্যাঙ্ক,সেগুলি একদিনও ব্যবহার না হওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে। শুধু তাই নয় জরুরী পরিষেবার জন্য ব্যবহার করা অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে বঞ্চিত পৌরবাসী। জানা যায়, অ্যাম্বুলেন্সগুলি খারাপ হয়ে যাওয়ার পর থেকে পৌরসভার তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি মেরামত করার, কারণ পৌরসভার অর্থের ভাঁড়ারে টান। এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান দুর্গা শঙ্কর পান বলেন, 'অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। অ্যাম্বুলেন্স খারাপ অবস্থায় রয়েছে, আলোচনা করে অ্যাম্বুলেন্স মেরামত করে পরিষেবা চালু হবে।' এমনকি নতুন অ্যাম্বুলেন্সের জন্য সাংসদকে জানানো হয়েছে বলে দাবি তার। আর পানীয় জলের ট্যাঙ্কগুলি ব্যবহার করে নষ্ট হয়ে গিয়েছে। সেগুলি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করছেন বলে দাবি পৌরসভার চেয়ারম্যানের। আর এ নিয়ে তৃণমুল পরিচালিত ক্ষীরপাই পৌরসভার বিরুদ্ধে চরম গাফিলতি ও দূর্নীতির অভিযোগ তুলে একযোগে সরব হয়েছে বিজেপি-সিপিআইএম। তবে যাই হোক পৌরবাসী গুরুত্বপূর্ণ দুই পরিষেবা থেকে বঞ্চিত থাকায় বাড়ছে ক্ষোভ।
নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরঞ্জাম, পরিষেবা থেকে বঞ্চিত পৌরবাসী
New Update