নিজস্ব সংবাদদাতা: দুর্দশাগ্রস্ত পাকিস্তান। চরম অর্থনৈতিক সঙ্কটে ধুঁকছে প্রতিবেশী দেশ পাকিস্তান। এক টুকরো রুটির জন্য হাহাকার পড়ে গিয়েছে পাকিস্তানের একাধিক প্রদেশে। ময়দা, মাংসের দাম সেখানে আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে আরও একবার সুর নরম করতে শোনা গেল পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে। কাশ্মীর ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খোলাখুলি বৈঠকে বসার কথা বললেন পাক প্রধানমন্ত্রী। এছাড়া তিনি বলেছেন, ভারতের সঙ্গে পরপর তিনটি যুদ্ধে শিক্ষা হয়েছে পাকিস্তানের। এর ফলে শুধুমাত্র দারিদ্র্য ও বেকারত্ব দেখা দিয়েছে দেশে। তাই তিনি কাশ্মীর ইস্যু মিটমাটের জন্য আলোচনার ডাক দিলেন ফের।