ব্রিটেনের প্লিমাউথে চলল গুলি

author-image
Harmeet
New Update
ব্রিটেনের প্লিমাউথে চলল গুলি

​নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের প্লিমাউথে চলল গুলি। যার জেরে মৃত্যু হয়েছে ৫ জনের। বৃহস্পতিবার সন্ধে ৬ টা নাগাদ প্লিমাউথের কিহ্যাম প্রদেশে হামলা করে ওই বন্দুকবাজ। তবে ঘটনায় রাত পর্যন্ত গ্রেফতার করা যায়নি কাউকেই। তল্লাশি চালিয়ে শুক্রবার জ্যাক ডেবিসন নামের একজন আততায়ীকে গ্রেফতার করে পুলিশ। চলছে ঘটনার অন্তর্তদন্ত।