নিজস্ব সংবাদদাতা: শৈত্যপ্রবাহ চলছে রাজস্থানের সিকারে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। টানা চারদিন ধরে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গেছে। সিকারের ফতেহপুরের কৃষি গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী,মাইনাস ৪.৫ ডিগ্রি তাপমাত্রা হওয়ায় ক্ষেতের ফসলেও বরফের স্তর দেখা যাচ্ছে।