স্কুলের ইউনিফর্ম হোক জেন্ডার নিউট্রাল, দাবি NCERT-র

author-image
Harmeet
New Update
স্কুলের ইউনিফর্ম হোক জেন্ডার নিউট্রাল, দাবি NCERT-র

নিজস্ব সংবাদদাতা: স্কুলের ইউনিফর্ম হোক জেন্ডার নিউট্রাল। অর্থাৎ পোশাকে যেন না থাকে ছেলে-মেয়ের ফারাক। অ্যানাটমি ক্লাসে মানব শরীর বোঝাতে গিয়ে শিক্ষক শুধু নারী-পুরুষের শরীরেই যেন জোর না দেন। মাথায় যেন থাকে তৃতীয় বা অন্য লিঙ্গের মানুষদের কথাও। 'বয়েজ অ্যান্ড গার্লস', 'ছাত্র বা ছাত্রী' নয়, ক্লাসরুমে শিক্ষকরা পড়ুয়াদের সম্বোধন করুন 'স্টুডেন্টস' বলে। কেন্দ্রীয় সরকারের স্বসাসিত সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি চাইছে, পুরুষ-নারীর বাইরেও যে লিঙ্গ হতে পারে, শিক্ষকরা সে শিক্ষাই দিন পড়ুয়াদের। দেশের স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টি দেখে এই সংস্থা।