নিজস্ব সংবাদদাতা: রমরমিয়ে চলছে মিঠুন -দেব অভিনীত প্রজাপতি । এই ছবি শিরোনামে উঠে এসেছে রাজনৈতিক বিতর্কের কারণে। শহরের সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে জায়গা পায়নি ছবিটি। তারপরই এসে পড়েছে প্রত্যাশিত প্রশ্নই। তবে কি অধুনা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আছেন, বলেই এ ছবির জায়গা হল না নন্দনে? প্রজাপতি বিতর্কে ফের মুখ খুললেন মিঠুন। বললেন, নবীনা , পূরবী এই সব হলে ছবি দেখে বড় হয়েছেন। তাই নন্দন আলাদা কিছু নয়। সব জায়গায় হই হই করে টিকিট কেটে ছবি দেখছে মানুষ, মন্তব্য মিঠুন চক্রবর্তীর। কুণাল ঘোষ আক্রমণ করে বলেন, আসলে প্রজাপতি ছবিতে দেব ভাল অভিনয় করলেও মিঠুন পারেননি। মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ছবি দাগ কাটতে পারেনি। তাই ছবিকে হিট করতে বিজেপি এখন বিতর্ক টানার চেষ্টা করছে'। এর জবাবে মিঠুন বললেন, 'গঙ্গারামদের নিয়ে কিছু বলব না, সময় নষ্ট করব না।'