বাইসনের হামলায় মৃত্যু এক মহিলার

author-image
New Update
বাইসনের হামলায় মৃত্যু এক মহিলার

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: বাইসনের হামলায় মৃত্যু হল এক মহিলার। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের পাশে ক্ষুদিরাম পল্লী এলাকায। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সীতা দেবীপ্রসাদ(৫৪)। মাল শহরের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এদিন সকালে সীতাদেবী ওই এলাকায় ফুল তুলতে গিয়েছিলেন। হঠাৎ করে তিনি বাইসনের আক্রমণের মুখে পড়েন। বাইসনের হামলায় রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাতসকালে বাইসনের হানায় ঘন জনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক আতঙ্ক বাড়ছে।

গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন মালবাজার স্কোয়াড, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। জলপাইগুড়ি থেকে বন্যপ্রাণ বিভাগের বিশেষ দল সেখানে যায়। বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। এরপর বাইসনটিকে গরুমারাতে নিয়ে যাওয়া হয়েছে।মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নীতেন রায় বলেন, ‘বিশালদেহী বাইসনটি লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ঝিরকধুরা, পণ্ডিত পাড়া ইত্যাদি এলাকায় ঘোরে। পরে সেটি মাল নদী পেরিয়ে ঘন জনবসতিপূর্ণ ক্ষুদিরাম পল্লী এলাকায় ঢুকে পড়ে।