সোলেদারের পশ্চিমে রেল স্টেশন দখলের দাবি করেছে রুশ ভাড়াটে দল

author-image
Harmeet
New Update
সোলেদারের পশ্চিমে রেল স্টেশন দখলের দাবি করেছে রুশ ভাড়াটে দল

নিজস্ব সংবাদদাতাঃ ওয়াগনার বেসরকারী সামরিক সংস্থার রুশ যোদ্ধারা দোনেৎস্ক অঞ্চলের সোলেদার শহরের পশ্চিমে প্রধান ট্রেন স্টেশনটি দখল করেছে বলে মনে হচ্ছে। ইউক্রেনীয় এবং রাশিয়ান কর্তৃপক্ষ এই দাবির বিষয়ে কোনও মন্তব্য করেনি।স্টেশনটি সিল (বা সোল, রাশিয়ান ভাষায়) সোলেদার থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং বাখমুট থেকে প্রায় ১৪  কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি প্রধান উত্তর-দক্ষিণ রেলপথ এবং সড়ক বরাবর অবস্থিত। ভিডিওতে দেখা যায়, সাতজন রুশ যোদ্ধা সিলের ট্রেন স্টেশনের সামনে ওয়াগনার পতাকা বহন করছে।