রাশিয়া ও বেলারুশের বিমান মহড়াকে 'ছদ্মবেশ' বলে অভিহিত করেছে ইউক্রেন

author-image
Harmeet
New Update
রাশিয়া ও বেলারুশের বিমান মহড়াকে 'ছদ্মবেশ' বলে অভিহিত করেছে ইউক্রেন

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, সোমবার থেকে শুরু হওয়া রাশিয়া-বেলারুশ যৌথ বিমান মহড়া 'ছদ্মবেশ'। ইউক্রেনের জেনারেল স্টাফ বিবৃতিতে বলেছেন, "ইউক্রেন জুড়ে আরও রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার উচ্চ ঝুঁকি রয়েছে।" বিবৃতিতে আরও বলা হয়, '১৬ জানুয়ারি ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশ প্রজাতন্ত্র ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর এভিয়েশন ইউনিটের একটি যৌথ উড্ডয়ন ও কৌশলগত প্রশিক্ষণ শুরু হয়। সুতরাং, যৌথ প্রশিক্ষণের আড়ালে, শত্রুরা বেলারুশে যুদ্ধ বিমান বাহিনীকে শক্তিশালী করেছে। এর পরিপ্রেক্ষিতে বেলারুশের আকাশসীমা থেকে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার হুমকি বাড়ছে।"